শিরোনামঃ-

» ১ দফা দাবিতে সিংচাপড়ই ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ নির্দলীয় তত্ত¡বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দিতে হবে : মিজানুর রহমান চৌধুরী

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান বাকশাল সরকারের অধীনে কোনো নির্বাচন এদেশের দেখতে চাইনা। পরিষ্কার করে বলতে চাই, আমরা সংঘাত চাই না। আমরা কোন গোলযোগ চাই না। আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচন চাই। নির্দলীয় তত্ত¡বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশনেত্রী সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য অসুস্থ অবস্থায়ও লড়াই করে যাচ্ছেন। আজ তাকে অন্যায়ভাবে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে এর বিচার একদিন রাজপথে দেওয়া হবে।

আওয়ামী লীগ সরকার নির্বাচিত সরকার নয়, তারা দেশের গণতন্ত্র বিলীন করে দিয়েছে। তাঁরা কান্ডজ্ঞানহীন কথাবার্তা বলে ক্ষমতাকে কুক্ষিগত করতে আজ দেশকে ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিয়েছে। যেকোনো মূল্যে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দুঃসময়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে সিংচাপড়ই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত¡বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিংচাপড়ই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান সভাপতিত্বে ও ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাওনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতির ফারুক আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক আবু হুরায়রা সুরত। গোলাম হোসেন শাকিল, সিংচাপড়ই ইউপি বিএনপির সভাপতি লিয়াছ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য কছেয় আহমদ, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, বিএনপি নেতা আলী নুর, খাজা রাব্বানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সৈয়দ মুনসুর আলী, সদস্য গাজি মিলটন, যুগ্ম আহবায়ক মানিক মিয়া, কামাল হোসেন তালুকদার, সুজন মিয়া, অলিউর রহমান আলেক, কাওছার আহমদ, স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক আহমদ মিঠু, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, যুগ্ম আবিদুর রহমান, বিএনপি নেতা আইয়ুব আলী, মোঃ সমর আলী, আব্দুরুফ, মোঃ মাসুক মিয়া, তরুণ মিয়া, যুবদল নেতা সালেহ আহমদ, সুহেল আহমদ, আব্দুর রহিম, সায়হাম আহমদ, শাহজাহান, ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সালমান, সাংগঠনিক সম্পাদক মিনহাজ ইমন, জুম্মান, মাহবুব, হাফিজ, হিমেল, নাসির প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৫ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031