শিরোনামঃ-

» ফরেস্ট হিল স্কুলের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরন সাংস্কৃতিক চর্চা শিশুদের মেধার বিকাশ ঘটায়

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

শিক্ষার্থীদেও সাধারন শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহন খুব জরুরী। সাংস্কৃতিক চর্চা শিশুদের মেধার বিকাশ গঠায়। কারণ, মানুষ হয়ে জন্মালেই মানুষ হয় না। পরিপূর্ন মানুষ হিসেবে গড়ে উঠতে মানবিকতার গুণ সহ আরও অনেক গুণ অর্জন করতে হয়। সেই জন্যই প্রয়োজন খেলাধূলা সাহিত্য ও সংস্কৃতির চর্চা।

বৃস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ফরেস্ট হিল স্কুল আয়োজিত শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ হেনা সিদ্দিকী একথা বলেন।

ফরেস্ট হিল স্কুল এর অধ্যক্ষ মুরশেদা রহমান চৌধুরী সভাপতিত্বে ও শিক্ষিকা রোমেনা চৌধুরী ও শামিমা জাফরিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষিকা সৈয়দা মনছুরা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, দেওয়ান আব্দুল মুহিত, গীতা পাঠ করেন রোহিত সিংহ।

বিভিন্ন প্রতিযোগীতায় যারা বিজয়ী হয়েছেন, ফারাবি আল আফরাজ, মামদুহা জান্নাত চৌধুরী, জোহনা আহমেদ, রিশিকা সিনহা সৈয়দা মালিয়াত মঞ্জুর, আলি সাবিহা লাবিবা, সাবিহা আকতার, ফৌজিয়া ফারহা শিমু, মুসরাত মুস্তফা, সামিহা জাহান মুক্তা, জাইমা আহমেদ, ফারিহা আকতার, ইশরাত হক মারওয়া, ফাতেমা তায়াম্মুম, জান্নাতুল ইশরা, রাইসা তাবাসসুম লুবাবা, আইমান আফিম সুমাইয়া কয়েস তৃষা, দেওয়ান আবদুল মুহিত, আদনান আফিম, রাইসা তাবাসসুম, রাইসা তাবাসসুম লবাবা, রাহলুমা রাজা, জেরিন আকতার মীম, তাইশা তাজির, নুসরাত জাহান (নওরিন) ফাজিা আকতার নুহি, আলি ফাহমিদা হাবিবা, আমারা জান্নাত নায়রা, রুয়াইদা রিম, সাবিহা মঈন তোবা, আদিল জামান আবিদ ও শেখ আবদুল মজিদ ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031