শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের ডেঙ্গু সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন ও বৃত্তি প্রদান

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

সিলেট নগরীর টুলটিকরস্থ হাজী সফিক উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক বিলবোর্ড স্থাপন ও একজন মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের পক্ষ থেকে এ বৃত্তি প্রদান করা হয়।

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্ব ও সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮২ এর গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী জেলা ফাস্ট লেডি পিপি রোটারিয়ান সামিনা ইসলাম এমপিএইচএফ, ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, জেলা এরিয়া ডিরেক্টর রোটারিয়ান সামসুল হক দিপু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের পিপি রোটারিয়ান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ পিএইচএফ। স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান জুনেদ আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচএফ, রোটারিয়ান পিপি বিধু ভূষন ভট্টচার্য্য এমপিএইচএফ, আই পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিনা আক্তার পিএইচএফ, ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ, ক্লাব সেক্রেটারি এসএমজি কিবরিয়া, সার্জেন্ট এটআর্মস রোটারিয়ান ফারুক আহমেদ আরএফএসএম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান বাহা উদ্দিন বাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারী জেলা ৩২৮২ এর গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি বলেন, রোটারী ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। রোটারিয়ানরা সমাজের অবহেলিত মানুষের কল্যাণ সাধনে তাদের নিজের অর্থ খরচ করে কাজ করেন।

তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদেরকে পড়াশুনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। তাদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি রোটারি মিডটাউনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করায় ক্লাব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি রোটারী জেলা ফাস্ট লেডি পিপি সামিনা ইসলাম এমপিএইচএফ ছাত্র ছাত্রীদের মধ্যে প্রেরনা ও সচেতনতা মূলক লিফলেট প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডিরোটারিয়ান আই পিপি ইন্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম এর সৌজন্যে বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী তাহমিনা বিনতে ইসলামকে বৃত্তির চেক হস্তান্তর করেন।

এর আগে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিন আরএফএসএম এর সৌজন্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিলবোর্ড উদ্বোধন করেন, রোটারী গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031