শিরোনামঃ-

» লন্ডনে বিএনপি’র গণপদযাত্রায় নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র অংশগ্রহণ

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২৩ | বুধবার

ডেস্ক নিউজঃ

নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গনতন্ত্র-মানবাধিকার-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবীতে যুক্তরাজ্য বিএনপির গণপদযাত্রায় মিছিল সহকারে অংশ নিয়েছে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের ঐতিহাসিক হাইড পার্কে বিএনপির উদ্যোগে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ পালন করা হয়। সেখান থেকে হাজার হাজার নেতাকর্মীরা গণপদযাত্রা করে ট্রেন ডাউনস্ট্রিটে গিয়ে বৃটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে মার্চ ফর ডেমোক্রেসি সমাপ্ত হয়।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনা মার্চ ফর ডেমোক্রেসিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানবাধিকার সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

উক্ত মার্চ ফর ডেমোক্রেসিতে নিজের ব্যানারে অংশগ্রহণ নেয় মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে।

অনুষ্ঠানে গনতন্ত্র মুক্তি, গুম-অপহরণের শিকার প্রত্যেককে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরে দেওয়ার দাবি জানানো হয়। বিরোধী মতের সকল রাজনৈতিক ও মানবাধিকার এবং সাংবাদিক নেতাদের নিঃশর্ত মুক্তি দিয়ে উদ্দেশ্যপ্রনোদিত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, তারেক রহমানের ব্যাক্তি গত পি এস আব্দুর রহমান সানী, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এনবিসি ইউকে’র উপদেষ্টা আশিকুর রহমান আশিক, কাউন্সিল ওয়াহিদুর রহমান, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি মুসলিম খান, সাবেক সভাপতি শামীমুল হক, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, মীর্জা এনামুল হক, মো: আমিনুর রহমান, মো: শরিফ আহমেদ মোর্শেদ, শাহীন আহমেদ, ফখরুল মিয়া, হাবিবুর রহমান, ইউসুফ আল আজাদ, মিনহাজ আহমদ, শাখাওয়াত হোসেন, আনিসুর রহমান, মো: ফজল আহমদ, সাইদুজ্জামান তারেক, মিজান আহমদ, সালেহ আকরাম, কাজী মোজাম্মেল হোসেন, ফাহিম আহমদ, শাহ মোঃ ওয়াহিদুর রহমান, মো: ইকবাল হোসেন, এবাদুর রহমান, ফাহিম আহমদ, মো:শাহজাহান আহমদ, কয়সর আহমদ, আনোয়ার হোসাইন, সুমেনা বেগম, মামুনুর রশিদ, নিপা বেগম, শেখ আবুল ফাত্তাহ, সোহেল আহমদ, ইশতিয়াক হোসেন, মির্জা সাইফুল, মঈন উদ্দিন, হোসাইন খান, মির্জা মহি উদ্দিন, আবুল হোসেন, আছাদ আহমদ, আলিম উদদীন, মো: আরসাদ আলী, জামিল হোসাইন, কাওছার আহমদ চৌধুরী, মাহমুদ হোসাইন, আব্দুল্লাহ আল জাবির, আবদুল করিম, মো: ফানটু, রায়হান আহমদ, রুকসানা হক তারিন ও সাহেল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031