শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা খালপার গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২৩ | বুধবার

বঙ্গবন্ধুর খুনিরা দেশটাকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল : আনোয়ারুজ্জামান চৌধুরী

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশটাকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাদের সে উদ্দেশ্য পুরন হতে দেননি। তার সুযোগ্য দুই কন্যাকে বাচিয়ে রেখে আজ দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে দিয়েছেন। তাই আমাদের দেশ আজ স্বনির্ভর একটি দেশের পরিণত হয়েছে।

আমাদের স্বপ্ন ৪১ সালের মধ্যে এদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনেছেন। যাদের ঘরবাড়ি নেই তাদেকে জমিসহ বাড়ি দিচ্ছেন। যেটা বিশ্বের ইতিহাসে বিরল। শেখ হাসিনার সরকার আবার যদি ক্ষমতায় আসে তাহলে বিশ্বের বুকে প্রশংসনীয় একটি রাষ্ট্রের পরিণত হবে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান সরকারের প্রতি।

বুধবার (১৬ আগস্ট) বেলা ২টায় দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের খালপার গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর জার্মান শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জার্মান আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খালেদ এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন দেবনাথ সাগর এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় বিশষে অতিথির বক্তব্য রাখেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ সভাপতি হাজী রাজ্জাক হোসেন, আব্দুস সালাম, মঈনুল ইসলাম মঈন, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সদস্য কামরুল ইসলাম রাসেল, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মুমিন হোসেন, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের শাহজাহান খান, সাধারণ সম্পাদক রাজু আহমদ, ১নং মোল্লারগাঁও ইউপি সদস্য জাকির হোসেন, বেলাল আহমদ, মামুন আহমদ ইমরান, মহিলা সদস্য হাসি রানী মালাকার, লিপি আক্তার, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মশফিকুর রহমান রনী, আবু এহতেসাম তাহরাত, ইসলাম উদ্দিন, মাহি ইসলাম, রাজিব আহমদ, মিছবাহ উদ্দিন, ইসমাইল আহমদ আকাশ, নিবাশ দাশ, নিজাম উদ্দিন, নাহিদ আহমদ তালুদার, জয়নাল আবেদিন ইমন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31