শিরোনামঃ-

» জাতীয় শোক দিবসে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে বড় শোক ও বেদনা ভরা দিন ১৫ আগস্ট। যেদিন বাঙালি তাঁর অবিসম্বাদিত নেতাকে হারিয়েছিল। বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক, এক এবং অবিচ্ছেদ্য। যদি তিনি না জন্মাতেন তাহলে হয়তো একটি জাতি আজও অন্যায় অবিচারের শৃঙখলে পদাবনত থাকতো।

তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন, আদর্শ ও অবদানকে মুছতে পারেনি। তাই বঙ্গবন্ধু সদা জাগরূক; তাঁর স্বপ্ন ও আদর্শ চির অম্লান। আমাদের নতুন প্রজন্মের উচিত দেশ ও জাতির জন্যে তাঁর ত্যাগ তিথিক্ষার কথা জানা, তাঁর স্বপ্ন ও আদর্শকে ধারণ করে সোনার বাংলাদেশ গড়ে তোলা।

তিনি মঙ্গলবার (১৫ আগস্ট) স্কলার্সহোম মেজরটিলা কলেজের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সকাল ১০টায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা শুরু হয়।

কলেজ শাখার প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান, একাডেমিক ইনচার্জ প্রভাষক রাজন সরকার, বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ, ইংরেজি বিভাগের প্রভাষক মেহদী ইসলাম তাপাদার তানভীর।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী মারিহা হক চৌধুরী। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রভাষক জুই তালুকদার। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

এসময় প্রতিষ্ঠানের প্রাথমিক মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহিদ সকলের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031