শিরোনামঃ-

» হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর শাখার উদ্যোগে আলোর মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জলন

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচি অংশ হিসেবে সিলেট মহানগর ঐক্য পরিষদের উদ্যোগে সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট সারদা হলের সামন থেকে নগরীতে আলোর মিছিল সহকারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা প্রশাসক কার্যলয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জলন করা হয়।

আলোর মিছিল শুরুর পূর্বে ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনা বক্তারা জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার পাশাপাশি জাতিগত সংখ্যালগুদের ৭দফা বাস্তবায়ন করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা, নির্মল কুমার সিনহা, প্রদীপ দে মনা, সুদিপ পুরকায়স্থ, পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, পুৃজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সুভ্রত দেব, বাবুল দে, জি ডি রুমু, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, রাজ কুমার পাল রাজু, মনমোহন দেবনাথ, এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত, বিশ্বজিৎ গুন, এডভোকেট সৌরভ দত্ত চৌধুরী, এডভোকেট সুজিত বৈদ্য, ধীরেন্দ্র ধর, বীর মুক্তিযোদ্দা বিধান চন্দ্র দাস, এডভোকেট বাবলু ভৌমিক, রাখাল দে, সৌমিত্র চৌধুরী শ্যাম, শংকর চক্রবর্তী শংকু, মনোজ কান্তি দত্ত মুন্না, আশীষ দে, আশীষ রায়, লিটন দেব, রিপন বৈদ্য, বীরেন্দ্র মল্লিক, সুধাংশু মালাকার, এডভোকেট রঞ্জন দেবনাথ, ঝন্টু দেব, দীনেশ কর দুলু, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রকি দেব প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৭ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31