শিরোনামঃ-

» ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে সিলেটে সাংবাদিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানর আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনয়ন অগ্রযাত্রার সমর্থক নতুন দিনের দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে। ৮ম ওয়েজবোর্ড নিয়ন্ত্রিত সর্বোচ্ছ বিজ্ঞাপনভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের লুটপাট ও। নামে-বেনামে সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি বন্ধ করার চক্রান্ত ব্যর্থ হয়।

সেই কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালিয়ে সম্পাদককে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন।    কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহত্তর সিলেটের সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় শতাধিক সংবাদকর্মী এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের শাস্তির দাবী জানান। তার বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরো বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে স্বপদে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করার জন্য সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সভায় সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও আজকের সিলেট পত্রিকার সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা প্রতিদিনের সিলেট ব্যুরো চীফ সাদিক চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিঠু দাস জয়, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি  এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ঢাকা প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, আবু বকর, সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ সাইফুল ইসলাম, আজকের সিলেটের স্টাফ রিপোর্টার জনি কান্ত শর্মা, সাংবাদিক হেলাল উদ্দিন বাদশা, ঢাকা প্রতিদিনের সিলেট সদর উপজেলা প্রতিনিধি ইব্রাহীম খান রনি প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪২ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31