শিরোনামঃ-

» বিভিন্ন রোগে আক্রান্ত সিলেটের ৫৪৩জন রোগীকে ২ কোটি ৭১ লক্ষ টাকার অনুদান প্রদান

প্রকাশিত: ১১. জুলাই. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক রিপোর্টঃ
সিলেটের জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর অধীনে ৫৪৩জন রোগীকে ২ কোটি ৭১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
রোগীদেরকে ২০২২-২৩ অর্থবছরের ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির টাকা প্রদান করা হয়।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (১১ জুলাই) বিকালে সিলেট জেলা প্রশাসক কার্য্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৫৭ রোগীকে মাথাপিছু ৫০ হাজার টাকা হিসেবে ২৮ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়। এছাড়া সিলেট জেলার ১৩টি উপজেলার ৪৮৬জন রোগীর মধ্যে ৫০ হাজার করে মোট ২ কোটি ৪৩ লক্ষ টাকা জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হবে।
১১ জুলাই মঙ্গলবার বিকালে সমাজসেবা অধিদপ্তর সিলেট এর পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল জব্বার জলিল, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হান্নান, সেক্রেটারি  আব্দুর রশীদ রেনু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক, প্রুবেশন কর্মকর্তা তমির হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সকল পেশার সকল মানুষের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার হৃদয়ের সম্পর্ক। যে ৬টি রোগের জন্য অনুদান প্রদান করা হলো তাতে কিছু মানুষ শান্তি পেলে প্রধানমন্ত্রীর এ দান সার্থকতা পাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031