শিরোনামঃ-

» ছাতক উপজেলায় মতবিনিময় সভায় মিজানুর রহমান চৌধুরী

প্রকাশিত: ০৩. জুলাই. ২০২৩ | সোমবার

জনগণের ভালোবাসা ও ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে

ডেস্ক নিউজঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার যত অপকর্ম করছে, যত মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুম, খুন হচ্ছে, তা শুধু ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য। ভোট চুরি করে আজ তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে। তবে ১০০ ভাগ ভোটার তাদের ভোট দিতে আগ্রহী হবেন। এদেশের মানুষের অধিকার ফিরিয়ে পাবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে নিঃস্ব করেছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সম্পূর্ণ পরাজিত। আজ তাদের কোনো রাজনীতি নেই। তাদের পরাজয় সুনিশ্চিত।

তিনি আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (৩ জুলাই) বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাতক উপজেলা যুবদল আহবায়ক ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও মাসুক আহমদ ও হাবিবুর রহমান সুজন এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আবুল হাসনাত, সিলেট মহানগর বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চেয়ারম্যান নুরুল আলম, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গুলাম হোসেন শাকিল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান, সদস্য আনোয়ার হুসেইন সাগর, ছাতক উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সম্পাদক জিল্লুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ কোষাদক্ষ সৈয়দ মনসুর আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরশাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ সুমন, যুগ্ম আহবায়ক আবু শামিম, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ যুগ্ম আহবায়ক মানিক মিয়া যুগ্ম আহবায়ক কামাল আহমদ তালুকদার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, সদস্য আজিজুর রহমান আয়েছ, কামাল আহমদ, নাজিম আহমদ ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হুসেইন আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, সদস্য আনোয়ার হুসেইন, সদস্য মারুফ এলাহি সোহেল, সদস্য শাকিল আহমেদ, ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, যুগ্ম আহবায়ক আবু তালেব, যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তাহির, উপজেলা সদস্য আমির আলী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031