শিরোনামঃ-

» প্রাণনাশের ভয়ে সমাজসেবীর দেশত্যাগ

প্রকাশিত: ০৫. জুন. ২০২৩ | সোমবার


Manual6 Ad Code

মৌলভীবাজার ডেস্কঃ

প্রাণনাশের হুমকীর কারণে মৌলভীবাজারের বিশিষ্ট সমাজসেবী ইমাম উদ্দিন দেশত্যাগ করেছেন। তিনি ২০০৩ সাল থেকে সৌদি আরবে এক জার্মান হাসপাতালে একাই কাজ ও বাস করতেন।

Manual2 Ad Code

তাঁর পরিবার বাংলাদেশে থাকায় তিনি ছুটির সময়ে প্রায়শই বাংলাদেশে আসতেন। দীর্ঘদিন ধরে তিনি সততার সাথে সমাজ সেবা করে আসছেন। তিনি স্কুল ও বাড়ি নির্মাণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। ফলে তিনি সমাজসেবক হিসেবে সাফল্য অর্জন করেছেন।

গত ২২ মার্চ ২০২৩ তারিখে ছুটিতে বাংলাদেশে থাকাবস্থায় কালাম হোসেন, এমদাদ হোসেন, আওয়ামী লীগ নেতা সুলায়মান আহমেদ, আব্দুল কাদির এবং জুয়েল আহমেদ এর মতো প্রভাবশালী ব্যক্তিরা নির্বাচনী প্রচারণার জন্য ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না দিতে পারায় তাঁকে তারা হত্যার হুমকি দেয় এবং সমস্ত মালামাল ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাঁকে মারধর করে মাটিতে ফেলে যায়।

Manual5 Ad Code

যার ফলে স্থানীয় কয়েকজন মিলে তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

Manual1 Ad Code

তাদের ক্ষমতার কারণে পুলিশ প্রশাসনও তাঁকে কোন ধরণের সহযোগীতা করেনি।

কিছুদিন পর পর সন্ত্রাসীরা তাঁর স্ত্রীকে ফোন দিয়ে বলে যে, তাঁর স্ত্রী ও ছেলে-মেয়েকে হত্যা করবে বলে হুমকি দেয়। যার ফলে তাঁরা অনিরাপত্তায় ভোগেন।

নিরাপত্তাহীনতার জন্য চট্রগ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়িতে তিনি চলে যান। কিন্তু স্থানীয় পুলিশ ও আওয়ামী লীগের সদস্যরা তাঁকে খুঁজতে সেখানে চলে যায়।

পরে তিনি সিলেটের এক আইনজীবীর পরামর্শে তিনি দেশ ত্যাগ করার পরামর্শ নেন। অবশেষে একজন এজেন্টের মাধ্যমে তাঁর জীবন বাঁচাতে কানাডায় চলে যান।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৩ বার

Share Button

Callender

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930