শিরোনামঃ-

» সিলেট নগরীকে স্মার্ট নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করুন : সৈয়দা জেবুন্নেছা হক

প্রকাশিত: ০৫. জুন. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, সিলেট নগরীকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সৎ, দক্ষ লোক হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে মনোনীত করেছেন। সিলেটের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী হাজার কোটি টাকা দিয়েছেন। কিন্তু দেখার মতো কোন উন্নয়ন হয়নি। অপরিকল্পিত কাজ করার ফলে একটু বৃষ্টিতে সিলেট নগরী পানিতে ডুবে যায়। তাই এ থেকে পরিত্রাণ পেতে ও সিলেট নগরীকে স্মার্ট নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

তিনি সোমবার (৫ জুন) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেটে বসবাসরত ভাটি বাংলাবাসীর উদ্যোগে আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও এডভোকেট শামসুল ইসলাম এবং অংশুমান দত্ত অঞ্জন এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দীন, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাস, আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট মহানগরের সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারন সম্পাদক সরওয়ার আহমদ সবুজ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য ডাঃ নাজরা চৌধুরী, তাহিরপুর সমিতির সভাপতি তারা মিয়া, ছাতক সমিতির সাবেক সাধারন আফজল হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু, মনোরঞ্জন তালুকদার, সুনাগন্জ সমিতির সহ-সভাপতি এডভোকেট আলা উদ্দীন, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ,মহানগর ছাত্রলীগের সহ সভাপতি এডভোকেট একরাম হাসান শিরু, মুক্তিযোদ্ধা মহিউদ্দীন, সাংবাদিক খালেদ মিয়া, পারভেজ প্রমুখ।

মতবিনিময় সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড সিলেট জেলা কমিটির শিল্পীবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২২ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31