শিরোনামঃ-

» তীব্র গরমেও থেমে নেই আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ

প্রকাশিত: ০৫. জুন. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ
ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন : আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীকের) আনোয়ারুজ্জামান চৌধুরী। তীব্র গরমেও থেমে নেই তাঁর গণসংযোগ ও প্রচারণা।

এরই ধাবাহিকতায় সোমবার (৫ জুন) সকালে সিলেট নগরের জিন্দাবাজারস্ত বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন।

নগরের জালালাবাদ মার্কেটসহ আশপাশের কয়েকটি মার্কেটে গণসংযোগ করেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী বান্ধব সরকার।

সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমিও ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সম্মান করি।
ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে আমাকে সব সময় পাশে পাবেন। আমি মেয়র নির্বাচিত হলে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সবসময় কাজ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আব্দুল মতিন, মহানগর আওয়ামী লীগের সদস্য তাহমিন আহমদ, মহানগর যুবলীগের লীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সহ নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩১ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31