শিরোনামঃ-

» সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ০৩. জুন. ২০২৩ | শনিবার

শিক্ষাক্ষেত্রে কোম্পানীগঞ্জকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে : মেয়র আরিফ

ডেস্ক নিউজঃ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা। কোম্পানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে উন্নত হলেও শিক্ষাক্ষেত্রে উপজেলাটি পিছিয়ে রয়েছে।

উপজেলার শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে উপজেলার কলেজগুলোতে স্নাতক খুলতে হবে। এতে আমার পক্ষে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির দ্বারাই সম্ভব উপজেলার কলেজগুলোতে স্নাতক খুলে উপজেলার শিক্ষার্থীদের সহজেই পড়ালেখার সুযোগ করে দেওয়া।

শনিবার (৩ জুন) বিকেলে নগরীর দরগাহগেইটস্থ শহীদ সোলেমান হলে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ-কথা বলেন।

মেয়র আরও বলেন, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই উপজেলার জনসাধারণ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো জায়গায় যাওয়ার ক্ষেত্রে এরকম অনুষ্ঠান প্রেরণা দেয়।

আশা করি কোম্পানীগঞ্জের ঝরে পড়া শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তাদের ভালো পর্যায়ে নিয়ে আসবে এই সংগঠনটি।

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি মো: রফিকুল হকের সভাপতিত্বে ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল খায়েরের যৌথ সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেইন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নুরুল আমিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সহ সভাপতি সহসভাপতি হুমায়ুন কবির মুছব্বির, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাব্বির আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, দাতা সদস্য রফিকুল ইসলাম, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নিরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক মুর্শেদ আলম, জাতীয় ইমাম সমিতির সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ আলীমুজ্জামান, প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, দপ্তর সম্পাদক এডভোকেট মকদ্দছ আলী, মহিলা সম্পাদিকা নাসরিন জাহান ফাতেমা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবুল খায়ের মো. শাহজাহান (সাজু), কোম্পানীগঞ্জ যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন, গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্মা, মাস্টার তেরা মিয়া, মাওলানা আসাদুর রহমান, কাজী আমির উদ্দিন, নোয়াগাও মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম, শিহাবুদ্দীন মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান উদ্দিন, সহ সভাপতি এনামুল হক, ছাত্রলীগ নেতা ওমর আলী, ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আপন তাহসান, রুবেল মিয়া, প্রচার সম্পাদক লবীব আহমদ, ক্রীড়া সম্পাদক আবু আল সামী, সাজ্জাদুর রহমান, সাংবাদিক আব্দুল হান্নান, ঈসা তালুকদার, কোম্পানীগঞ্জ নার্সেস কমিউনিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক প্রমুখ।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সাদিয়া আহমেদ, জুবায়ের আহমদ, মারুফ আহমদ।

সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন, মাওলানা সালেহ আহমদ।

সভার শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন, অনুষ্ঠানের অতিথি ও সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031