শিরোনামঃ-

» মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সৈয়দ তৌফিকুল হাদী

প্রকাশিত: ০২. জুন. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন দুইবারের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

শুক্রবার (২ জুন) প্রতীক বরাদ্দের পর সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল (রা:) মাজার জিয়ারত ও দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে ‘ঝুড়ি’ মার্কার সমথর্নে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি।

প্রচারণাকালে সৈয়দ তৌফিকুল হাদী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আমাকে পূনরায় আপনাদের সেবা করার সুযোগ দিন। একজন সুনাগরিকের প্রথম দায়িত্ব হচ্ছে সঠিক নেতৃত্ব নির্বাচন করা। ভোটাধিকার প্রয়োগের সময় সুনাগরিক হিসেবে আমাদেরকে অবশ্যই অনেক কিছু বিবেচনায় এনে আমাদের মহামূল্যবান ভোটটি প্রদান করতে হয়।

আমাদের এই ১ নং ওয়ার্ড একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে প্রতিষ্ঠিত। হযরত শাহজালাল (রা:) মাজার এই ওয়ার্ডে এটা আমাদের সৌভাগ্য।

তিনি আরো বলেন, আমি জনগণের মনোনীত প্রার্থী। তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা।

বিগত দিনেও এলাকার জনগণ আমার পাশে ছিলেন এবং আগামী দিনগুলোতেও সবাইকে পাশে চাই।

গত দুই নির্বাচনে যেমন আমাকে আপনাদের ভোট, ভালোবাসা ও সমর্থন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন তেমনি আগামী ২১ জুন ঝুড়ি মার্কায় মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

এসময় উপস্থিত ছিলেন, অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বী, ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30