শিরোনামঃ-

» ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ২২. মে. ২০২৩ | সোমবার

মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না : মিজানুর রহমান চৌধুরী মিজান

ডেস্ক নিউজঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে সিলেটে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয়তাবাদী দল বিএনপি শক্তির দুর্জয় ঘাটিতে পরিণত করতে হবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না।
তৃণমূল নেতাকর্মী যে আস্থা ও প্রত্যাশা নিয়ে কাউন্সিলের মাধ্যমে আমাদের নেতৃত্বে বসিয়েছে আমরা সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ।
তিনি সকল ধরনের জাতীয় ও দলীয় কর্মসূচী পালনের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় যেকোন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনে সকলের প্রতি আহবান জানান।
তিনি সোমবার (২২ মে) বিকালে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. নিজাম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মুহি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমদ, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম আজ্ঞুর, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হুসেইন, যুগ্ম আহবায়ক হিফজুর রহমান মামুন, যুবদল নেতা নুরুল আমিন, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরশাফ চৌধুরী মাসুম, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শংকর দাস, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমদ সুমন, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, যুগ্ম আহবায়ক মানিক মিয়া, যুগ্ম আহবায়ক কামাল হুসেইন তালুকদার, যুগ্ম আহবায়ক শামিম আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আয়েস মিয়া, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য কামাল আহমদ, ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ তালুকদার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৭ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31