শিরোনামঃ-

» দরগাহ মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী (রহঃ) এর ইন্তেকালে খেলাফত মজলিস নেতৃবৃন্দের শোক

প্রকাশিত: ১৭. মে. ২০২৩ | বুধবার

ডেস্ক নিউজঃ
সিলেট, ১৭ মে ২০২৩: সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী হুজুর এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সংগঠনের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ, নায়েবে আমীর হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে সংবাদপত্রে প্রেরিত এক শোকবাণীতে বলেন, শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী রহ: ছিলেন সিলেটের স্বনামধন্য আলেমে দ্বীন। তিনি কওমী মাদ্রসার জাতীয় শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল ইসলামিয়া, আঞ্চলিক শিক্ষাবোর্ড আযাদ দ্বীনি এদারা সহ বিভিন্ন দ্বীনি ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছাত্রজীবনে হাটহাজারী মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাওরা উত্তীর্ণ হয়েছিলেন। সুদীর্ঘ অর্ধশত বছরের শিক্ষকতার জীবনে তিনি অসংখ্য ছাত্র রেখে গিয়েছেন, যারা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় দ্বীনি খেদমত আঞ্জাম দিচ্ছেন।
নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী (রহঃ) এর সমস্ত নেক আমল মহান আল্লাহ কবুল করুন। তাঁকে মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফিরদাউস নসীব করুন, এই কামনা করছি। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সকলকে ধৈর্য্যধারণের তৌফিক দান করুন।

সিলেট মহানগর ও জেলা শাখার শোক প্রকাশঃ এদিকে, আল্লামা মুহিবুল হক গাছবাড়ী (রহঃ) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ। সংবাদ পত্রে প্রেরিত এক শোক বিবৃতিতে খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন- আল্লামা মুহিবুল হক গাছবাড়ী হুজুর (রহঃ) ছিলেন সিলেটের আলেম উলামা ও ধর্মপ্রাণ মানুষের একজন অভিভাবক। ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে তিনি আজীবন নিরলস মেহনত করে গেছেন। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান প্রভুর নিকট জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30