শিরোনামঃ-

» দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না : বাসদ

প্রকাশিত: ১৫. মে. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকারের উচ্ছেদের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অন্য্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মনজুর আহমদ, শহীদ আহমদ, নুরুল ইসলাম, হারুন মিয়া, জাহেদ আহমদ, মোতালেব প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ১৫বছরে আওয়ামী সরকার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। চাল, ডাল, তেল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। দেশের ৬৮ শতাংশ গরীব মানুষ তাঁর দিনের খাবার কমিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা কালাকানুন করে ভিন্নমতকে দমন করছে। এমনকি নূন্যতম ভোটাধিকার প্রয়োগেরও সুযোগ এখানে নেই। তল্পিবাহক নির্বাচন কমিশনকে দিয়ে আরেকটি প্রহসনের নির্বাচনের দিকে এগুচ্ছে।

এ পরিস্থিতিতে কোন দলীয় সরকারের অধীনে আপেক্ষিক ভাবে সুষ্ট নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের আমূল-সংস্কার,সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ও তদারকি সরকার ব্যবস্থা চালু করতে হবে। একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোটাধিকার রক্ষার আন্দোলনে বাম-গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে জনগণকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930