শিরোনামঃ-

» নারী সমাজের উন্নয়নে কাজ করে যাবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ১১. মে. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন করেছেন।
তিনিই প্রথম পিতা নামের পাশাপাশি সকল ক্ষেত্রে মায়ের নাম যুক্ত করে মায়েদের সম্মানিত করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমিও কথা দিচ্ছি, মেয়র নির্বাচিত হলে নারী সমাজকে সর্বোচ্চ সম্মান দিয়ে নারীদের কল্যাণে কাজ করবো।
আনোয়ারুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার (১১ মে) বিকেলে নগরীর ১১ নং ওয়ার্ডে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন।
টাউন ফেডারেশনের সভাপতি শিউলি বেগমের সভাপতিত্বে অনুষ্টিত নারী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সম্পাদক মন্ডলীর সদস্য বুরহান উদ্দিন, ডা. শাকুর আহমদ শাহিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আফসার আজিজ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ইফতেখার হোসেন মণি, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, ১১ ওয়ার্ড কাউন্সিলার রকিবুল ইসলাম ঝলক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
শাহজাহান আজীজ, সিটিসি ক্লাস্টারের সভাপতি মনোয়ারা বেগম, বাংলাদেশ মণিপুরি ছাত্র সমিতির সভাপতি বিকি সিংহ, ১১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমান পিংকু, আওয়ামীলীগ নেতা আখতার হোসেন খান, ১১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক শাকিল মুর্শেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮ বার

Share Button

Callender

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930