শিরোনামঃ-

» আলোকিত জাতি ও সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই : গৌরাঙ্গ পাত্র

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ
পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র বলেছেন, শিক্ষিত, মেধা নির্ভর ও স্মার্ট দেশ গড়তে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। আলোকিত জাতি ও সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। সর্বস্তরে শিক্ষা সম্প্রসারনে বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই দ্বারা বাহিকতায় পাসকপের  উদ্যোগে এবং দাতা সংস্থা মিজারিওর এর সামান্য প্রয়াস। এ কাজে সাথে সমাজে সচেতন ও বৃত্তবানরা আরো এগিয়ে আসতে হবে। তবেই পাত্র জনগোষ্ঠীর শিক্ষা আরো বৃদ্ধি পাবে। তিনি শুধুমাত্র ভাল রিজাল্ট বা জিপিএ-৫ পাওয়া বড় বিষয় নয়, নিজের জীবনকে গড়ে তোলতে হবে প্রকৃত মানুষ হিসেবে। জীবনের উন্নতি করার জন্য স্বপ্ন থাকতে হবে। আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে শিক্ষার্থীসহ অভিভাবকদের শিক্ষার প্রতি সচেতন থাকতে হবে। নিজেকেই নিজের জীবনের সুপরিকল্পনা করেতে হবে। পিতা-মাতা সহ সমাজ ও প্রকৃতিকে মন থেকে ভালবাসতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় পাসকপ এর উদ্যোগে এবং দাতা সংস্থা মিজারিওর/কেজেডই এর সহায়তায় পাসকপ হলরুমে “ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষামূলক আলোচনা সভা, বিশেষ ক্লাসের ফি সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান বিষয়ক অনুষ্ঠান” এ প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পাসকপ এর ফিল্ড অফিসার বিদুর পাত্র এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাসকপ এর ফিল্ড অফিসার মঙ্গল পাত্র ও অভিভাবকদের পক্ষ থেকে রিতা পাত্র।

আলোচনা শেষে বিশেষ ক্লাসের ফি সহায়তা করেন, ১৫ জন এসএসসি-২০২৩ পরিক্ষার্থী ছাত্র/ছাত্রীকে এবং ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষায় উর্ত্তিণ্যদের মধ্য থেকে মেধাস্থান অধিকারী ১০ জন ছাত্র-ছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930