শিরোনামঃ-

» সিলেটের ডেইরি  শিল্প বাচাঁতে প্রশাসন সহ সবাইকে এগিয়ে আসতে হবে : মেয়র আরিফ

প্রকাশিত: ৩১. মার্চ. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ
সিলেটের বিকাশামান ডেইরি শিল্প বাচাঁতে প্রশাসন সহ সিলেটের অভিজাত মিষ্টান্ন বিক্রিকারী প্রতিষ্ঠানগুলোতে সহযোগীতার হাত প্রসারিত করতে হবে। পাবনা সহ দেশের বিভিন্নস্থান একশ্রেনীর অসাদু ব্যাবসায়ীরা ক্যামিকেল নির্মিত বিষাক্ত দুধ সরবরাহ করছে। এই বিষাক্ত ক্যামিকেল দুধ দিয়ে নির্মিত মিষ্টান্ন সামগ্রী আমরা প্রতিনিয়িত খাচ্ছি। দামে কম হওয়ায় মিষ্টি উৎপাদরকারী প্রতিষ্ঠানগুলো পাবনার কালো দুধ ব্যাবহার করছে যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অথচ সিলেট অঞ্চলে এই মিষ্টান্ন বিক্রিকারী প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে অসংখ্য ডেইরি ফার্ম গড়ে উঠেছে। এখন খাটি দুধ কিনতে মিস্টান্ন বিক্রিকারী প্রতিষ্ঠানগুলোর অনিহা। এ অবস্থায় সিলেটের ডেইরি মালিকরা তাদের শিল্প বাচাঁতে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ।

সিলেট ডেইরি ফার্মাস’র এসোসিয়েশন’র প্রধান কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিলে ব্যক্তারা একথাগুলো বলেন।

শুক্রবার (৩১ মার্চ) নগরীর মেন্দিবাগস্থ জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ডেইরি ফার্মাস’র এসোসিয়েশন’র সভাপতি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন রোমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাহবুব আলম, হাজী দেলোয়ার হোসেন, হাজী মকবুল হোসেন, উপদেষ্ঠা এডভোকেট রোমান, আব্দুল হাই, এনামুল হক সরদার, সুহেল আহমদ, আব্দুল ওহাব জুবের, মোস্তাক আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো: খালেদ হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসন, তছলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ মো: লেইছ মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, দপ্তর সম্পাদক মো: আহসান চয়ন, প্রচার সম্পাদক আজিজুল হাকিম, মো: বাবুল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিপা বেগম, সমবায় বিষয়ক সম্পাদক জালাল মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930