শিরোনামঃ-

» লন্ডনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক উৎসবে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৩ | সোমবার


Manual5 Ad Code

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানে কাজ শুরু করছে সরকার

প্রবাসী ডেস্কঃ
যুক্তরাজ্যে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জালালাবাদ উৎসব’র সমাপনি অনুষ্ঠান।

Manual4 Ad Code

রবিবার (১৯ মার্চ) লন্ডনের রয়েল রিজেন্সি হলে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার একটি প্রবাসী বান্ধব সরকার এবং  প্রবাসীদের যেকোনো ন্যায্য দাবী বাস্তবায়নে তিনি প্রবাসীদের সাথে আছেন। বিশেষ করে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানে খুব শীগ্রই সরকার কাজ শুরু করবে বলে তিনি জানান।

Manual3 Ad Code

সংগঠনের আহবায়ক মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মইনুল চৌধুরী হেলাল ও আব্দুল অদুদ দিপক’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, কমিউিনিটি নেতা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, শাহগীর বখত ফারুক, মারুফ চৌধুরী, সাবরিনা হোসেইন ও আব্দুল আহাদ চৌধুরী সহ কমিউনিটির বিশিস্টজনেরা।

সভায় বক্তারা বিশ্বের নানান দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশ বিমানের ভাড়া ইদানিং অন্যান্য বিদেশী এয়ারলাইন্স থেকে অনেকগুন বেশী বলে তারা জানিয়েছেন।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই উৎসবে প্রথমেই সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুহিবুর রহমান মুহিবকে প্রেসিডেন্ট ও মইনুল চৌধুরী হেলালকে জেনারেল সেক্রেটারী করে ১৩১ সদস্য বিশিস্ট গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর নতুন কমিটি ঘোষনা করা হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার

Share Button

Callender

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930