শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি : ভিপি শামীম

প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৩ | শনিবার

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।

তিনি তাঁর জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়ে গেছেন শুধুমাত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা কোনদিনও স্বাধীনতার সাধ পেতাম না। একজন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

শামীম আহমদ ভিপি শনিবার (১৮ মার্চ) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ সিলেট জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যদানকালে এসব কথা বলেন।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী, সাজলু লস্কর, শাহিনুজ্জামান শাহিন, রেদওয়ান আহমদ বাপ্পি, আবিদুর রহমান শিপলু, রুপম আহমদ, সেবুল আহমদ সাগর, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, মনিরুল হক পিনু।

সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা জুবেল আহমদ সুহেল, আমিনুল ইসলাম সুহেল, দেওয়ান মুরাদ, সুলতান মাহমুদ সাজু, সিতার মিয়া, ওবায়দুল্লাহ ইসহাক (চেয়ারম্যান), সারওয়ার হোসেন, বিনয় চন্দ্র রায়, আফজাল আহমদ, রশিদুল ইসলাম রাশেদ, ফারুক আহমদ সুমন, হামজা হেলাল, হোসাইন আহমদ বাবু, মোঃ সায়েম শাহ, মোহন আহমদ, খালেদ আহমদ, আব্দুল মুহিত স্বপন, বদরুল আমিন, ছালেহ আহমদ, সাইদুল ইসলামসহ নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031