শিরোনামঃ-

» বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১২. মার্চ. ২০২৩ | রবিবার

ডেস্ক রিপোর্টার:
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক শিক্ষা স্তরের বিদ্যমান ৫ দফা দাবি বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান হয়েছে।

রবিবার (১২ মার্চ) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক কার্যায়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সহ সভাপতি মো. আব্দুস শহীদ, মো. নাজিম আলী সরকার, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. জালাল উদ্দিন, শাহনাজ বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিত, অর্থ সম্পাদক মো. লুৎফুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক অসীম চন্দ্র পাল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইয়াহইয়া, সহ আইন সম্পাদক মো. হাসানুজ্জামান, সদস্য তপন রায়, জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সিলেটের সহ মহিলা সম্পাদক অঞ্জনা দেবী নাথ, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক পরিষদ সিলেট এর সভাপতি মো. ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সদস্য মো. গোলাম মোস্তফা, মৃদুল কান্তি তালুকদার, জিয়াসমিন বেগম, বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি আ ক ম আব্দুজ জাহির, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোরাসানী, সহ সভাপতি রাসেন্দ্র নারায়ন চন্দ্র, দপ্তর সম্পাদক এহসানুল হক, সহ সভাতি আব্দুল শুক্কুর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, সদস্য কাজী মুহিবুর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. মাহমুদুল হাসান প্রমুখ।

উল্লেখ্য দাবিগুলো হচ্ছে- আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়িবাড়া প্রদান, সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ঠ ষোষণা প্রদান, বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি.আর.সি.এ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031