শিরোনামঃ-

» সিলেট সিটি কর্পোরেশনকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত কর: সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৩ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটি কর্পোরেশনকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করাসহ সাত দফা দাবিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের উদ্যোগে সোমবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য এর সভাপতিত্বে ও বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া, সিপিবি সিলেট বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে. এ কিবরিয়া চৌধুরী, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী দলের অধক্ষ ব্রজগোপাল চৌধুরী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক সিরাজ আহমদ, ওয়ার্কার্স পার্টি জেলা নেতা দীনবন্ধু পাল, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, সাম্যবাদী আন্দোলন জেলা সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয়, উদীচী জেলা সংসদের সভাপতি এনায়েত হাছান মানিক।

সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, জাসদ জেলা সহ-সভাপতি সৈয়দ আনছার আলী, গণতন্ত্রী পার্টি জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, জাসদ মহানগর যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ইয়াহিয়, জাসদ জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী, যুক্তরাজ্য জাসদ নেতা মাহমুদুর রহমান শানুর, খেলাঘর জেলা সংসদের সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মোদী, শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রসেনজিৎ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলে এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ রানা, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মনিষ কান্তি রায় প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশন জনগণের সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, কিন্তু অদ্যাবধি নগরবাসী কাঙ্খিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছে। অপরদিকে বাঙালির ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ও সংগ্রামকে ধারন না করে উন্নয়নের নামে পশ্চাৎপদতাকে লালন করার অপচেষ্টা হচ্ছে। অতিসম্প্রতি সর্বগ্রাসী বাণিজ্যিকীকরণ মানসিকতার বহিঃপ্রকাশ লক্ষনীয়। সিলেট সিটি কর্পোরেশনকে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সভা থেকে ৭দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান হয়। দাবি সমূহ;
১) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনকে যে সুনির্দিষ্ট শর্তাধীনে শহীদ মিনার রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল সিলেট সিটি কর্পোরেশনকে তা মেনেই শহীদ মিনার রক্ষনাবেক্ষণ ও পরিচালনা করতে হবে।
২) শহীদমিনার ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মূল নকশা বহির্ভূত সকল স্হাপনা অভিলম্বে অপসারণ করতে হবে।
৩) সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স, পানির বিল ও ট্রেড লাইসেন্স ফি কমাতে হবে।
৪) নগরীর জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রনে দীর্ঘস্হায়ী সমাধন কল্পে মহা পরিকল্পনা গ্রহন করতে হবে।
৫) সময় মত মশক নিধন ও সিটি কর্পোরেশনের অন্তর্গত সকল ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহের সহজ লভ্য ব্যবস্হাপনা গ্রহন করতে হবে।
৬) মানুষের সুস্হ বিকাশ, উন্নত দেশপ্রেমিক জাতি গঠন ও চিত্ত বিনোদনের জন্য নগরীর ৪২টি ওয়ার্ডে পাঠাগার নির্মান, কালচারাল সেন্টার ও ক্রিড়া কমপ্লেক্স নির্মাণ করতে হবে।
অভিলম্বে শারদা স্মৃতিভবন,পীর হবিবুর রহমান স্মৃতি পাঠাগার ও লোকনাথ- পার্বতী টাউন হল খুলে দাও।
৭) নগরীর সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রে আবহমান বাঙালী সংস্কৃতি, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ব্যবস্থাপনা নির্মাণ কর।

এই সংবাদটি পড়া হয়েছে ৯২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930