শিরোনামঃ-

» সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮. ফেব্রুয়ারি. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিরাজিত সমস্যাদির সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর অসংগতি সংশোধনপূর্বক গেজেট প্রকাশে অস্বাভাবিক কালক্ষেপনের প্রতিবাদে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা কমিটির সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন।

আইডিইবি সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, জেলা কাউন্সিলর প্রকৌশলী মো. আব্দুর রহিম, প্রকৌশলী মো. আলমগীর হোসেন, প্রকৌশলী উজ্জল বখত, প্রকৌশলী মো. সাইদুর রহমান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. মঈনুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. শামসুল ইসলাম, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জাকারিয়া, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাকটর সালাহ উদ্দিন আহমদ, প্রকৌশলী মো. হাসানুজ্জামান চৌধুরী সোহেল, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাকাছাপ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সীমান্ত ঘোষ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীগণ সদা সচেষ্ট রয়েছেন।

বক্তারা আরো বলেন, আমাদের বিশ্বাস উল্লেখিত ৪ দফা দাবী বাস্তবায়নে সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ করবেন। প্রতিবাদ সমাবেশ শেষে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৮ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930