শিরোনামঃ-

» আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাম্যবাদী দল’র বিভিন্ন কর্মসূচী পালন

প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২৩ | বুধবার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) সিলেট জেলা শাখা ভাব গাম্ভীর্যের মাধ্যমে মহান একুশকে পালন করেছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় প্রভাত ফেরী সহকারে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক অধ্যক্ষ ব্রজ গোপাল ও কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ন সদস্য কমরেড মুশাহিদ আহমদ।

র‌্যালি ও আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমরেড সজল রায়, কমরেড ফয়সল আহমদ, সজল, সাদিক কাজী, কমরেড লুৎফুর রহমান, যুব আন্দোলন নেতা আজাদ আলী, মখলিছুর রহমান, ছাত্রনেতা আলী হাসান রনি, আব্দুল মালেক, নাজমুল হোসেন, ফাহাদ আহমদ তানিম, ছাদি, পাপ্পু, সত্যম, সুপ্রভ প্রমুখ।

সভায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সভায় আইন আদালত গবেষণা সহ সর্বক্ষেত্রে বাংলাভাষা পুরোদমে চালু করে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও অর্থবহ করে তোলার দাবী জানানো হয়। সাথে সাথে বাংলাদেশের ক্ষুদ্র জাতি-গোষ্ঠীগুলোর মাতৃভাষাকে যথাযথ পৃষ্ট পোষকতা প্রদানের জোর দাবী জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930