শিরোনামঃ-

» সিলেটে জেলা ও মহানগর যুবলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঐতিহ্যাসিক কোর্ট পয়েন্টে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিলেট জেলা ও মহানগর যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

সভাপতির বক্তব্যে আলম খান মুক্তি বলেন, দেশব্যাপী বিএনপি-জামাত পদযাত্রার নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর বিএনপি-জামাত যে হামলা চালিয়ে যাচ্ছে তা কোনো গণতান্ত্রিক রাজনীতির আদর্শ হতে পারে না। বিএনপি-জামাতের সকল নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধ করতে সিলেটে যুবলীগের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো অপশক্তি রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না। তিনি বিএনপি-জামাতের সকল অপশক্তি মোকাবেলায় যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুবেদুর রহমান মুন্না, ফয়ছল আজাদ খান, ফারুকুল ইসলাম ফারুক, সামসুদ্দিন সামছ, আনোয়ার আলী, তোফায়েল আহমদ তারেক, রুপম আহমদ, সুলতান মাহমুদ সাজু, রফিকুল ইসলাম, জুবের আহমদ, সঞ্জয় চৌধুরী, সাজলু লস্কর, দেওয়ান মুরাদ হাসান তারেক, সাহান আহমদ, ওবাদুল্লাহ ইসহাক, কাজী সাজু, জাকির আহমদ, মঞ্জুর আহমদ, মোসাদ্দেক নবী, সারোয়ার আহমদ চৌধুরী, হোসেন আহমদ চৌধুরী, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, সেবুল আহমদ সাগর, আব্দুর রহমান সুমেল, উবায়েদ বিন বাছিত, রঞ্জন দে, ফারুক আহমদ, ইসতিয়াক চৌধুরী পিন্টু, নেওয়াজ আহমদ, সাদিকুর রহমান সোহাগ, মঈনুল হক পিনু, লন্টু গুপ, লিটন আহমদ, বাবু আহমদ, জামাল আহমদ, জাবেদ আহমদ, সাবেল আহমদ, অপরাজিত ঘোষ সহ জেলা ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৪ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930