শিরোনামঃ-

» ১০ দফা দাবিতে ছাতকে ইউনিয়ন পদযাত্র দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে করাতে বাধ্য করা হবে : মিজানুর রহমান চৌধুরী

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করা হবে। যেই সরকার নতুন স্বপ্ন দেখাবে।

তিনি আরো বলেন, এখন আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং নিহত সহযোদ্ধাদের রক্তের বদলা নিতে হলে আমাদেরকে জেগে উঠতে হবে।

দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে করাতে বাধ্য করা হবে। বিএনপির নেতাকর্মীদের দেশের মানুষের ভাগ্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিংচাপইড়, ছাতক, সুনামগঞ্জ এর উদ্যোগে ইউনিয়ন পদযাত্র পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও বাজার থেকে পদযাত্রা শুরু করে শান্তিগঞ্জ, কামারগাঁও, ভাতগাঁও ইউনিয়নের আসামপুর বাজার, মন্ডলপুর বাজার, জাউয়া বাজার ইউনিয়নের দৈলতপুর থেকে কৈতক পয়েন্ট প্রদক্ষিণ করে ছাতক-দোয়ারাবাজার এর প্রতিটি ইউনিয়নে এই পদযাত্রা হয়।

সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস উদ্দিন এর সভাপতিত্বে সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ এর পরিচালনায় পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী আাব্দুর রউফ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক আবুল হাসনাত চেয়ারম্যান, সহ-প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ মিয়া, এনামুল কবির, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াছ উদ্দীন, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দীন, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, ভাতগাওঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, বিএনপি নেতা সোনা মিয়া, হুশিয়ার আলী, আজাদ রাব্বানী, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক সৈয়দ মনসুর আলী, সহ আইন বিষয়কে সম্পাদক এড. আব্দুল আহাদ, সদস্য গাজী মিলটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু শামীম, কামাল হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ, কয়েছ মিয়া, সুজন মিয়া, কাওছার আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, সাকির মাহমুদ তালুকদার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930