শিরোনামঃ-

» সিলেট সরকারী মদন মোহন কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৩ | বুধবার

সুশিক্ষিত শিক্ষার্থীরা মেধা নির্ভর জাতি গঠনের হাতিয়ার : সর্ব্বানী অর্জ্জুন

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সরকারী মদন মোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জ্জুন বলেছেন, সুশিক্ষিত শিক্ষার্থীরা মেধা নির্ভর জাতি গঠনের হাতিয়ার। উন্নত শিক্ষা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন করতে হবে।

তিনি বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সরকারি মদন মোহন কলেজের ২০২২-২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে কলেজ মাঠে বর্ণীল আয়োজনে “মুক্তকক্ষ পাঠ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদের দিকে জাতি চেয়ে আছে। তোমরা সুশিক্ষা অর্জন করে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসাবে গঠন করবে। মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর আমাদের মাতৃভূমিকে আমরা নিজের হাতে গড়বো। এটাই হবে আমাদের আজকের দিনের শপথ।

কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক উজ্জল দাসের সঞ্চালনায় মুক্তকক্ষ পাঠ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. যুন্নুরাইন। পবিত্র গীতা পাঠ করেন অর্থনীতি বিভাগের প্রভাষক ধ্রুবরাজ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান, নবীনবরণ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আহমদ হোসেন।

ধন্যবাদ বক্তব্য রাখেন, সিলেট সরকারী মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও বিএমটি, ডিপ্লোমা ইন ইঞ্জিনীয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক লে: মো. মনিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও তারাপুর ক্যাম্পাসের ইনচার্জ অধ্যাপক জয়ন্ত দাশ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুসনে আরা কামালী, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মঞ্জুর হোসেন, পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রঞ্জিত মোহন্ত, জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রদান অধ্যাপক সুক্তি চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল হামিদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিপ্রেস রঞ্জন রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা আক্তার, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আদিবা খানম, আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক আলী হাসান পারভেজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সিলেট সরকারী মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031