» উছমানপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২৩ | শনিবার

সরকার খেলাধুলার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে : নাদেল

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ‘সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে।

স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

তিনি আরো বলেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। খেলার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে।

তিনি শনিবার (২১ জানুয়ারি) বেলা ২টায় সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুরে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শফিউল আলম নাদেল উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল তাঁর প্রতিশ্রুত এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় তাকে অভিনন্দন জানান এবং ভবিষৎতে খেলাধুলার পাশাপাশি অন্যান্য সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রাখার জন্য আহ্বান জানান।

উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহীন,ওসমানীণগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দাল মিয়া,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সৈয়ীদ আহমেদ বহলুল, ৫নং গোলাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, ১নং উমরপুর ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক,ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, সিলেট জেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনহান মিয়া।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930