শিরোনামঃ-

» নূপুর বেতার শ্রোতা ক্লাবের বিভাগীয় লোক উৎসব

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৩ | শুক্রবার

আমাদের লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে : শফিকুর রহমান চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সিলেট হচ্ছে আউল-বাউলের দেশ এবং সিলেট লোক শিল্পীদের ডিপো।

বর্তমান সরকার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছেন। তিনি বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে লোক শিল্পীদের অনেক অবদান ছিলো। হাজার বছরের ঐতিহ্যে লালিত দেশীয় সংস্কৃতিকে বিশ্বপরিমন্ডলে তুলে ধরতে সিলেটের গুণী লোক শিল্পীদের অবদান অপরিসীম।

তিনি শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নূপুর বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে বিভাগীয় লোক সংস্কৃতি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নূপুর বেতার শ্রোতা ক্লাবের সভাপতি কণ্ঠশিল্পী তুহিন আহমদের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী শিল্পী সুপ্রিয়া দেব এবং মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী চক্রবর্তীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও নূপুর বেতার শ্রোতা ক্লাবের উপদেষ্টা এম এ হান্নান, ক্লাব উপদেষ্টা এপিপি এডভোকেট মামুন রশীদ, বিশিষ্ট সমাজবেক ও ক্লাব উপদেষ্টা হাজী হাবিবুর রহমান মজলাই, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মো. দেলোওয়ার হোসেন খান, জাতীয় শ্রমিক লীগ নেতা সাদিকুর রহমান সাদিক, সিলেট সিটি কাউন্সিলর নাজনীন আক্তার কনা, বিশিষ্ট বাউল শিল্পী ফকির মাহমুদা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফকির মাহমুদ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট বাউল শিল্পী আব্দুর রহমান, বিশিষ্ট লোক শিল্পী শামীম আহমদ, লোক গবেষক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, প্রবীণ বাউল লোক শিল্পী ফকির মো. ইমান আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি কণ্ঠশিল্পী মাছুম জামান, সহ সভাপতি কণ্ঠশিল্পী অপু দাস, সাংগঠনিক সম্পাদক কণ্ঠশিল্পী সান্তা বর্ধন, বাউল সেজু সরকার, গীতি কবি এম এ কাশেম সরকার, কণ্ঠশিল্পী মাছুম সরকার প্রমুখ।

এর পূর্বে সকাল ১১টায় উৎসবের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

এতে অতিথি হিসেবে ছিলেন, ক্লাবের উপদেষ্টা এপিপি এডভোকেট শাজাহান চৌধুরী, বিশিষ্ট ফটো সাংবাদিক আতাউর রহমান আতা।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031