শিরোনামঃ-

» ৪৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে সিলেটে ছাত্রদলের আলোচনা সভা

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২৩ | সোমবার

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা করতে হবে : আব্দুল কাইয়ুম জালালী পংকী

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, সেই আলোকে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আজ থেকে ৪৪ বছর পূর্বে ছাত্রদল গঠন করেন। অনেক চড়াই, উৎরাই পেরিয়ে ছাত্রদল দেশের আজ সর্ববৃহত্তম ছাত্র সংগঠন।

ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে যারা শহিদ হয়েছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা রাজবন্দী রয়েছেন, তাঁদের নিঃশর্ত মুক্তি চাই। ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এম,ইলিয়াস আলী, ছাত্রদলনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ গুম নামক কারাগারে আটক সকল নেতাকর্মীর মুক্তি চাই। সর্বশেষ সিলেটে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের হাতে সাবেক ছাত্রনেতা আফম কামাল হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ছাত্রদল মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক সকল আন্দোলনে বিগত দিনের ন্যায় আবারও কার্যকর ভূমিকা পালন করবে। জেল, জুলুম, হামলা, মামলা, গুম ও খুনসহ সকল নির্যাতনের পরেও ছাত্রদলের নেতাকর্মীরা ইস্পাত কঠিন ঐক নিয়ে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে।

তিনি সোমবার (২ জানুয়ারি) নগরীর দরগাহ গেইস্থ শহিদ সোলেমান হলে বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোটেক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খাঁন জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রদলের সহসভাপতি তানভীর আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুর রহমান সুহেদ, মুহিবুর রহমান লিটন, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এলিন শেখ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, ইমাম উদ্দিন রুজেল, যুগ্ম সম্পাদক ইবনে জাহান তানভীর, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক রেদওয়ান আহমদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক রনি পাল, যুগ্ম সম্পাদক এম, এ সামাদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, জেলা ছাত্রদলের সহ সাংঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মুর্শেদ, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহফুজ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজীব আহমদ, মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মোক্তার আহমদ মোক্তার, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত জাহাঙ্গীর, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন রাসেল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হোসাইন আহমদ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আহমদ হোসাইন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব আহমদ, গোলাপগঞ্জ উপজেলার ছাত্রদলের সদস্য সচিব শাহান আহমদ, গোয়াইনঘাট উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মোমিন আহমদ, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালেহ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930