শিরোনামঃ-
- মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সৈয়দ তৌফিকুল হাদী
- কুমারপাড়ায় লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন
- মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মা সমাবেশ অনুষ্ঠিত
- সিলেটে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন
- মানবিক সিলেট গড়তে বেশি গুরুত্ব দেবো : মাহমুদুল হাসান
- নির্বাচিত হলে মেয়র আরিফুল হকের অভিজ্ঞতা কাজে লাগাবো : নজরুল ইসলাম বাবুল
- ৫ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ১৪ দলের সমর্থন
- সিলেটের উন্নয়নে ইতিহাস সৃষ্টি করবো : মাহমুদুল হাসান
- জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেট’র বৃত্তি প্রদান ও শুকরিয়া মাহফিল
» সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পাইলটিয়ানদের মিলন মেলা
প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২২ | শনিবার

আমরা জ্ঞান ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রয়োগ করতে চাই : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি
স্টাফ রিপোর্টারঃ
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আমরা জ্ঞান ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রয়োগ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আমরা জ্ঞান ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রয়োগ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ আর চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে যেমন শিক্ষাব্যবস্থা সাজিয়েছি, তেমনি ভুলে যাইনি আমাদের মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার ইতিহাস-ঐতিহ্যের কথা। আমাদের শিক্ষার্থীরা গুগলসহ সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে।
তিনি শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম প্রাঙ্গনে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে পাইলটিয়ান মিলনমেলা ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সিলেটের ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও স্বনামধন্য বিদ্যালয়। এখান থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনাম কুড়াচ্ছেন। এমনকি তারা দেশের কল্যাণেও ভূমিকা রাখছেন। এই বিদ্যালয়ের উন্নতিকল্পে সরকারের পরিকল্পনা রয়েছে। অচিরেই এর সংস্কার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি ডা. আব্দুল জলিল বড়ভুঁইয়া এর সভাপতিত্বে ও সিবগাত আহমেদ এর সঞ্চালনায় প্রতিবেদন পেশ করেন অ্যাসোসিয়েশন এর দেলোয়ার জাহান চৌধুরী আপেল।
মিলনমেলায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এ. কে. এম. আব্দুল মুবিন, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ চৌধুরী, কর্ণেল আব্দুস সালাম বীর প্রতীক, মসিহ মালিক চৌধুরী, ইঞ্জিনিয়ার হাছিব আহসান বাবলু, মঞ্জুর আহমেদ চৌধুরী, ডা. অরূপ রতন চৌধুরী, ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট ডা. নাসিম আহমদ, আবু আহমদ সিদ্দিকী খছরু, শহীদ আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম বাচন, আশরাফ মুহিত ছয়েফ, জামান মাহবুব, আলী আশরাফ চৌধুরী খালেদ, ফরহাদ আহমেদ, এডভোকেট নোমান মাহমুদ, অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, ফখরুদ্দিন ফকু চৌধুরী, মুহাম্মদ ইয়ামিন শাহরিয়ার ইনু, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কবীর খান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দিপু মনি কে স্মারক উপহার প্রদান করেন কামরান আহমেদ এবং তৌহিদে লতিফ সাকের। মিলনমেলা উপলক্ষে বিকেলে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক