শিরোনামঃ-

» স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর; ১৫ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিলের সিদ্ধান্তে অটল ইউজিসি

প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২২ | বুধবার

ডেস্ক নিউজঃ

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর বিষয়ে জটিলতা এখনো কাটেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সবশেষ আল্টিমেটাম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর হাতে সময় রয়েছে মাত্র দুদিন। এই সময়ে এসেও স্থায়ী ক্যাম্পাসে যেতে ফের অপারগতা জানিয়েছে ১৫টি বিশ্ববিদ্যালয়। নানান অজুহাতে তারা বিভিন্ন মেয়াদে সময় বাড়াতে নতুন করে সময় চেয়েছে। সে সময়ের মধ্যে তারা স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হবে বলে জানিয়েছে লিখিতভাবে। তবে আগের নির্দেশনা অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসে যেতে অপারগ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি বাতিলের সিদ্ধান্তে অটল ইউজিসি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, অনুমোদনের পর যাদের ১২ বছর পূর্ণ হয়েছে তাদের আর নতুন করে সময় দিতে চায় না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আল্টিমেটাম অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যারা যেতে পারবে না তাদের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি। দ্রুত এ বিষয়ে ব্যবস্থামূলক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইউজিসি সূত্র।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930