শিরোনামঃ-

» ৩০ ডিসেম্বর ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা সম্মেলন; নগরিতে প্রচার মিছিল অনুষ্টিত

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২২ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ, বাঁচার মত মজুরি, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু, শ্রমআইনের শ্রমিকস্বার্থ বিরোধী ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, পরিষেবা আইন করে শ্রমিকদের ন্যায়সঙ্গত ধর্মঘটের অধিকার হরণ করার পাঁয়তারার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে আজ ২৬ ডিসেম্বর’২২ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ৭ম সম্মেলন সফলের লক্ষ্যে বিকেল ৪টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরিতে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। সুরমা পয়েন্টে জমায়েত হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ জিন্দাবাজার পয়েন্ট হয়ে পুনরায় কোট পয়েন্টে এসে সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম নেতা খোকন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে বক্তব্য রাখেন: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল মিয়া, জাতীয় ছাত্রদল এর অন্যতম নেতা বদরুল আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজুসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন; শ্রমিক শ্রেণীর দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের ধারাবাহিকতায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের আপোসহীন, সংগ্রমী নেতৃত্বে লাগাতার ধর্মঘট, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ের দৃষ্টান্ত স্থাপনকারী ভূমিকা সর্বজনবিদিত। নৌযান শ্রমিকদের লাগাতার ধর্মঘট ও দাবি আদায় তার অন্যতম উদাহরণ।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পতাকাতলে সংগঠিত হয়ে পুঁজির শোষণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ ও বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি তার ৭ম জেলা সম্মেলন আগামী ৩০ ডিসেম্বর’২০২২,শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031