শিরোনামঃ-

» সিলেটে আন্তর্জাতিক মণিপুরী ছোটোগল্প উৎসব’র উদ্বোধন

প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, সিলেট ও মণিপুরী সোর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়ার যৌথ আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রবিবার (২৫ ডিসেম্বর) সকালে শুরু হয়েছে আন্তর্জাতিক মণিপুরী ছোটোগল্প উৎসব- ২০২২।

সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের পর প্রয়াত ছোটোগল্প লেখকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। পরে শঙ্কধ্বনি ও মৃদঙ্গবাদনের মাধ্যমে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ।

মণিপুরী সোর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়া এর সভাপতি লাইসোম গুলাপ ও বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরামের যৌথ সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক ও সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেট মিরর’র সম্পাদক আহমেদ নূর। সভায় আরোও বক্তব্য রাখেন মণিপুরী সোর্ট স্টোরি সোসাইটি ইন্ডিয়ার সেক্রেটারি শরৎ থোকচম।

বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় তিনদিন ব্যাপী আন্তর্জাতিক মণিপুরী ছোটোগল্প উৎসবের উদ্বোধনী অধিবেশনের শুরুতে বামসাসের শিশু শিল্পীরা বাংলা এবং মণিপুরী ভাষায় দুটি কোরাস সংগীত পরিবেশন করেন।

সভায় বীমাবতি থীয়াম ওংবীর সম্পাদনায় মণিপুরী ছোটগল্পের একটি সংকলনগ্রন্থ প্রকাশ করা হয়।

এছাড়া এই অধিবেশনে দুটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশিষ্ট লেখিকা মুতুম রমনী দেবীকে সিনাম তনুবাবু মেমোরিয়েল অ্যাওয়ার্ড এবং বাংলাদেশের লেখক এ কে শেরামকে রাজকুমার শীতলজিৎ নীংশিং মনা পদক প্রদান করা হয়।

পরবর্তীতে কৈশাম বিদ্যপতির সভাপতিত্বে মণিপুরী ছোটগল্প বিষয়ক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয় এবং প্রফেসর নহাকপম অরুনা মর্ডারেটরের দায়িত্ব পালন করেন।

সবশেষে আন্তর্জাতিক মণিপুরী ছোটোগল্প উৎসবে ছোটগল্প পাঠের মাধ্যমে উদ্বোধনী দিনের অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।

সোমবার মণিপুরী ছোটোগল্প উৎসবের দ্বিতীয় দিন উদযাপিত হবে মৌলভীবাজার জেলার ভানুগাছ মণিপুরী কালচারাল কমপ্লেক্সে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031