শিরোনামঃ-

» গণমিছিল সফলের লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী ২৪শে ডিসেম্বর গণমিছিল সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) বিকাল ৪টার সময় ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় তিনি বলেন, বিএনপি কেন্দ্রীয় মহাসমাবেশের পূর্বে কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাক্কারজনক ভাবে সন্ত্রাসী হামলা, লুঠপাট ও স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সিনিয়র নেতৃবৃন্দকে অন্যায়,অবৈধভাবে পাক হায়েনাদের কায়দায় রাতের আধারে গ্রেফতার করা হয়েছে। অবৈধ এই সরকার বিএনপির দলীয় নেতাকর্মীদের উপর হিস্র আচরণ শুরু করেছে।  শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দের মুক্তি, জনগণের অধিকার পুনঃ প্রতিষ্টা ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৪শে ডিসেম্বর সিলেটে গণমিছিল সফল করে তুলতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এড.হাবিবুর রহমান, সৈয়দ মিসবাহ উদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আহবায়ক কমিটির সদস্য বাবু নেহার রঞ্জন দে, আব্দুল আলীম দিপক, এড.আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদি, মোর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, আকতার রশীদ চৌধুরী, নুরুল সিদ্দিকী সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, আফজাল উদ্দিন, মাহবুব চৌধুরী, শামিম মজুমদার, আবুল কালাম।

ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সভাপতি রায়হান উদ্দিন মুন্না, ২নং ওয়ার্ডের সভাপতি বাবু নেহার রঞ্জন দে, ৪নং ওয়ার্ডের সভাপতি মিজান আহমদ, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শাহীদ হোসেন (সাবু), ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাধারণ সম্পাদক এ.এস.এম সায়েম, ১০নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়ার্ডের সভাপতি শেখ কবির আহমদ, সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তায়েফ, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ১৫নং ওযার্ডের সভাপতি শুয়াইব আহমদ, ২০নং ওয়ার্ডের আহবায়ক হাফিজুর রহমান, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, ২৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন, ২৬নং ওয়ার্ডের সভাপতি আকতার রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৬ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930