শিরোনামঃ-

» চার দেশ নিয়ে বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যালে জাজ মনোনীত হলেন সিলেটের আনোয়ার

প্রকাশিত: ২১. ডিসেম্বর. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল ‘ইউবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট’ ও ‘ইউবিসি এশিয়া চ্যাম্পিয়নশিপ টাইটেল বেল্ট’ আগামী ২৩ ডিসেম্বর থেকে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে।

আর এই বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল জাজ ও রেফারী হিসেবে মনোনীত হলেন, সিলেট বিভাগীয় বক্সিং সোসাইটির সভাপতি মো. আনোয়ার হোসেন।

উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি এবং বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়শনের ব্যবস্থাপনায় এবারের আসরে অংশ নিচ্ছে ভারত, ইরান, থাইল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ। এতে সিলেট বিভাগের ৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

এসময় মো. আনোয়ার হোসেন জানান, ‘বাংলাদেশের সেরা ১৭ জন বক্সার ভারত, ইরান ও থাইল্যান্ডের বক্সারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশের বক্সিং ইতিহাসে এই প্রথম কোন আন্তর্জাতিক প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ টাইটেল বেল্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ ধরনের একটি প্রতিযোগিতায় মনোনীত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রফেসনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামানকে।

পাশাপাশি আমি ভবিষ্যতে যাতে আরো বড় আসরের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় এ ধরনের দায়িত্ব পালন করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার

Share Button

Callender

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930