শিরোনামঃ-

» শিলচর-সিলেট ফেস্টিভ্যালে ফয়সলের একক আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০২২ | রবিবার

একটি ছবি হাজার কথা বলে : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
ভারতের শিলচরে অনুষ্ঠিত প্রথম শিলচর-সিলেট ফেস্টিভ্যাল-২০২২ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি, সিলেটের বিশিষ্ট ফটো জানালিস্ট আবদুল বাতিন ফয়সলের একক আলোকচিত্র প্রদশনী গত শনিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

আসামের শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদশনীর উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন।

প্রদশনীর উদ্বোধন করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন বলেন, একটি ছবি হাজার কথা বলে। শিলচরসহ আশেপাশের এলাকার ভারতীয় জনগণ ফটো জানালিস্ট আবদুল বাতিন ফয়সলের তোলা আলোকচিত্রের মাধ্যমে সিলেট যে সত্যিকারের ‘শ্রীভূমি’-সুন্দর জেলা, প্রাকৃতিক সৌন্দযের লীলাভূমি তার সম্যক পরিচিতি পাবেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের একক চিত্র প্রদর্শনীকে মহতী ও সৃজনশীল উদ্যোগ আখ্যায়িত করে বলেন, এই প্রদশনীর মাধ্যমে সিলেট সম্পর্কে অনেকের আগ্রহ বাড়বে এবং ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও বাংলাদেশের পযটন সম্পকে আগ্রহ বাড়বে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান, গুয়াহাটি মিশনের উপ-হাই কমিশনার রুহুল আমিন, সাবেক উপ-হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনছুর, মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, দৈনিক সিলেটর ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইকবাল মাহমুদ, ইলেক্টনিক্স মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, পরর্ষ্ট্রামন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, চ্যানেল ২৪ এর ষ্টাফ সিলেটের করসপনডেন্ট সজল ছত্রি, সিলেটের ডাক এর ষ্টাফ রির্পোটার সুনিল সিংহ, ’দৈনিক আজকের পত্রিকা সিলেটের করসপনডেন্ট ইয়াহইয়া মারুফ, ড্রিম সিলেটের সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, সাংবাদিক তাজুল ইসলাম সহ উৎসবে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের প্রতিনিধিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৮ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031