শিরোনামঃ-

» ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট এর সীরাত কনফারেন্স শুক্রবার

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

আগামী শুক্রবার (২ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর উদ্যোগে সীরাত কনফরেন্স নগরীর দরগাহ গেইট শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।

সীরাত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির ও বগুড়া জামিল সাদরাসার সিনিয়র মুুহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদ দা.বা.।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি, লেখক ও সীরাত গবেষক মাওলানা মুসা আল হাফিজ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, জামেয়া দরগাহ সিলেটের মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আতাউর রহমান, লেখক ও গবেষক মুফতি খন্দকার হারুনুর রশিদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক প্রফেসর ড. মো. শাহ আলম, শাবিপ্রবির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ইফতে খায়রুল আমিন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশল সিভিল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো: আব্দুল মালেক, লিডিং ইউনিভার্সিটির ইসলামীক স্টাডিজ বিভাগের লেকচারার মোঃ মামুনুর রশিদ, এডভোকেট মোঃ আব্দুল লতিফ, ডা: ইমদাদুর রহমান ইমন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা: আব্দুল কাদির শিকদার।

সীরাত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট এর প্রচার ও মিডিয়া উপকমিটির সদস্য সচিব মুফতি ফয়জুল হাসান চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031