শিরোনামঃ-

» আন্তর্জাতিক পুরুষ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২২ | শনিবার

পুরুষরা হলেন নির্ভরতার আশ্রয়, তাদেরকে সহায়তা করতে হবে : অধ্যক্ষ ডা. দিলীপ কুমার ভৌমিক

স্টাফ রিপোর্টারঃ

পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. দিলীপ কুমার ভৌমিক বলেছেন, সমাজ, সংসার ও রাষ্ট্রের বিভিন্ন গুরত্বপূর্ণ কাজে পুরুষরা অপরিহার্য। সঙ্গোপণে দুঃখ পুষতে পুষতে আগ্নেয়গিরি হয়ে যান পুরুষরা। এজন্য দেখা যায় আত্মহত্যার প্রবণতা। তাই পুরুষ এবং ছেলেদের সাহায্য প্রয়োজন। পুরুষরা হলেন নির্ভরতার আশ্রয়, তাদেরকে সহায়তা করতে হবে।

পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে মেডিসিন বিভাগের প্রফেসর ডা. এম.এ কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. অসুুল আহমদ চৌধুরী এবং পরিচালক ডা. এম.এ সালাম।

১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসা পুরুষ দিবসের এবারের স্লোগান ‘পুরুষ ও ছেলেকে সাহায্য করুন’। প্রথমবারের মতো সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুরুষ দিবস পালনে অগ্রণী ভূমিকা পালন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. বিলকিস সুলতানা।

ডা. জেবিনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. বিধান রায়, ডা. সব্যসাচী রায়, ডা. দিপেন্দ্র নারায়ন দাস, ডা. পি.আর বিশ্বাস, ডা. লুৎফুন্নাহার ও ডা. মো. শাকির আহমদ শাহিন প্রমূখ।

এদিন সকালে পুরুষ দিবস উপলক্ষ্যে পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি র‌্যালি বের করে। র‌্যালিটি মেডিকেলের সম্মুখ রাস্তা প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

এছাড়াও আলোচনা সভার শুরুতে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930