শিরোনামঃ-

» সিলেট মহানগর ছাত্র জমিয়তের প্রচার মিছিল সম্পন্ন

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ
শনিবার (৮ অক্টোবর) সিলেট রেজিস্ট্রারি মাঠে ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সদস্য সম্মেলন ও কাউন্সিল সফলের লক্ষ্যে শুক্রবার নগরীতে প্রচার মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করে কা হয়।

বাদ জুমা সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রচার মিছিলটি সিটি পয়েন্টে এসে শেষ হয় এবং রেজিস্ট্রারি মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক লুৎফুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহ প্রচার সম্পাদক মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা কবির আহমদ, মহানগর ছাত্র জমিয়তের যুগ্ম আহবায়ক আবুল খয়ের, সদস্য সচিব জাহিদ আহমদ, মাওলানা আব্দুল হাই আল হাদী, প্রচার বিভাগীয় সচিব আবু হানিফ সাদি, জামিল আহমদ, এমসি কলেজ ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, ওয়ার্ড ছাত্র জমিয়ত নেতা মীর আইনুল হকসহ অসংখ্য ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার  রেজিস্ট্রারি মাঠে মহানগর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সদস্য সম্মেলন (৮ অক্টোবর) শনিবার দুপুর ১২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা ওমর।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় জমিয়ত,যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সদস্য সম্মেলন সফলের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন উপজেলা,ওয়ার্ড ও ক্যাম্পাসে দাওয়াতী কার্যক্রম জোরদার করেছেন মহানগর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।

সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক লুৎফর রহমান জানান, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সম্মেলনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। দাওয়াত কার্ড বিতরণ, পোস্টারিং, দেয়াল রাইটিং ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ সহ প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্মেলন সফল করতে মহানগরীর আওতাধীন প্রতিটি ইউনিটে সফর করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটি।

সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া,প্রিন্ট মিডিয়া,আইনশৃঙ্খলা বাহিনী’সহ সর্বস্তরের ছাত্র সমাজের সহযোগিতা কামনা করেন, সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক লুৎফর রহমান। এছাড়াও সম্মেলনে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031