শিরোনামঃ-

» এস এম সোলায়মান মানবহিতৈষী সম্মাননা পেলেন রজত কান্তি গুপ্ত

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২২ | শুক্রবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুক্রবার (৭ অক্টোবর) সন্ধায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে করোনা মহামারিতে ফ্রন্টলাইনে মানুষের সেবায় মানবিক বীর হিসেবে “এস এম সোলায়মান মানবহিতৈষী সন্মাননা ২০২০” গ্রহণ করেন, সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগীয় সমন্বয়কারী, নাট্যমঞ্চ সিলেট এর সভাপতি নাট্য ও সাংস্কৃতিক সংগঠক রজত কান্তি গুপ্ত।

সন্মাননা তুলে দেন, দেশের সনামধন্য নাট্যজন তারিক আনাম খান।

এসময়ে উপস্থিত ছিলেন, অধ্যাপক শফি আহমেদ, ড.খন্দকার তাজমি নূর, অনুষ্ঠানের আহবায়ক চন্দন রেজা প্রণোদনা প্রাপ্ত ও মানব হিতৈষী সম্মাননা প্রাপ্ত গুণীজন।

থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত এস এম সোলায়মান প্রণোদনা গ্রহণ করেন, সায়িক সিদ্দিকী, মহসিনা আক্তার।

এস এম সোলায়মান মানব হিতৈষী সম্মাননা আরো যারা পেয়েছেন, আলোক মাহমুদ, সানোয়ার আলম খান দুলু, কামার উল্লা সরকার, সাহিন আহম্মেদ।

রজত কান্তি গুপ্ত সন্মাননা অনুষ্ঠানে বক্তব্যে মানব হিতৈষী সম্মাননা “কলের গাড়ির” সকল নিবেদিতপ্রাণ মানবিক নাট্য ও সংস্কৃতিকর্মী দের উৎসর্গ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930