শিরোনামঃ-

» গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় তছনছ একটি পরিবার; ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২২ | শনিবার

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় তছনছ হয়ে গেছে একটি পরিারের সহায় সম্পদ। ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকার।

শনিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তেরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, ভাদেশ্বর ইউনিয়নের তেরাপুর গ্রামের মরহুম আফতাব আলী মাস্টারের পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশি এক প্রবাসী ও তার স্বজনদের।

এ বিরোধের জেরধরে প্রবাসীর স্বজন খালেদ আহমদের লোকজন শনিবার সকালে দলবল নিয়ে আফতাব আলী মাস্টারের বাড়িতে সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা আফতাব আলী মোস্টারের ছেলেদের বাড়ির যাবৎ ডেইরী ফার্ম, পোল্ট্রি ফার্ম, মৎস্য খামার, কৃষি খামার ও ফিসারী ধ্বংসা করে দেয়। এসময় হামলাকারীরা বাড়ির রেন্টি গাছ, কৃষ্ণচুড়া গাছ সহ বিপুল পরিমাণের বনজ ও ফলজ গাছ কেটে ফেলে। হামলাকারীরা বাড়ির ঘর দরজা ভাংচুর ও লোকজনকে আক্রমনে উদ্যত হলে তারা ৯৯৯ এ কল করে পুলিশের সাহায্য চাহিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবাদীগণকে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়। এঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আব্দুছ ছামাদ ছানু শনিবার রাতে গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হচ্ছেন- গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর তেরাপুর গ্রামের মৃত মখদ্দছ আলীর পুত্র খালেদ আহমদ, মৃত মতছির আলীর পুত্র আব্দুল কাদির কালন, মৃত মাতাব আলীর পুত্র আদনান আহমদ, মৃত মাতাব আলীর পুত্র আবুল কালাম, আমকোনার মুক্তার আলী লাল মিয়ার পুত্র লায়েক আহমদ সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন। এর আগেও গত বছরের ২৬ আগস্ট হামলা করে অনুরূপ ক্ষতিসাধান করেছিল এবং অতীতের ঘটনায় দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে বলে অভিযোগে প্রকাশ।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার জিয়াউল ইসলাম সাদ জানান, প্রতিপক্ষের এক লন্ডন প্রবাসীর সাথে জায়গা নিয়ে আব্দুছ ছামাদ ছানুদের বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে অতীতেও হামলা মামলার ঘটনা ঘটেছে। শনিবার ওই প্রবাসীর নির্দেশেই খালেদরা হামলা চালায় বলে জানান তিনি।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031