শিরোনামঃ-

» সিলেটে স্বাবলম্বী উন্নয়ন সমিতির যাত্রা শুরু

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোনার আয়োজন ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির জিবিভিআইই প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন ফর ফ্রন্টলাইন হিউম্যানেট্যারিয়ান ওয়ার্কার এন্ড ডব্লিউএলও অন পিএসএস, সেইফ রেফারেল এন্ড সেইফটি অডিট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সেমিনার শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রকল্পটি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হয়।

উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহীনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক স্বপন কুমার পাল।

ইউ.এফ.পি.এ প্রতিনিধি সুবর্ণা সাহা এবং শমসেদ খান যৌথ সঞ্চালনায় পর্যায়ক্রমে সেশনের মূল বিষয়বস্তু তুলে ধরা হয়।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির এই ওরিয়েন্টশনটি মূলত নারীদের অধিকার নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ সিলেটের কর্মরত নারী প্রদান সংস্থা যারা নারীর ক্ষমতায়ন ও নারী নির্যাতন প্রতিরোধ, প্রতিকারে কাজ করছে তাদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

এতে যেন উক্ত সংস্থার প্রতিনিধিদের সক্ষমতা আরো বৃদ্ধি পায় সেই জন্য বিভিন্ন তথ্য উপস্থাপন ও প্রদর্শন করা হয়, যাতে তারা আরো বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারেন। নিজেরদের মধ্যে সম্বনয় করে আরো শক্তিশালী হতে পারেন।

পাশাপাশি সাম্প্রতিক বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ২টি করে মোট ৪টি ইউনিয়নে নারী ও শিশুদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এই সংস্থাটি। এই প্রকল্পটি সিলেট ছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার দুইটি করে মোট ৪টি উপজেলায় একইভাবে বাস্তবায়িত হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031