শিরোনামঃ-

» খতিবে মিল্লাত শায়খ আব্দুল্লাহ হরিপুরী রাহ. জীবনগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ
মাদরাসাতুন নূর লন্ডন এর পরিচালক হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ সম্পাদিত বৃহত্তর সিলেটের আধ্যাত্মিক জগতের রাহবার, খতিবে মিল্লাত শায়খ আব্দুল্লাহ হরিপুরী রাহ. জীবনগ্রন্থের ২য় সংস্করণ এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) বিকালে সৈয়দপুর আলিয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ শায়খ মাওলানা আব্দুন নূর এর সভাপতিত্বে ও হাফিজ ত্বহা হুসাইন ও মাওলানা আদনান আহমদ এর যৌথ সঞ্চালনায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া হোসাইয়া ইসলামিয়া নয়াসড়ক এর শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মাদপুরের মুহাদ্দিস মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, জামেয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, আরবি সাহিত্যিক মাওলানা মাহবুব সিরাজি, মাওলানা খলিলুর রহমান, মুফতি জামাল উদ্দিন হক্কানী, মাওলানা আখতারুজ্জামান, খতিবে মিল্লাত শায়খ আব্দুল্লাহ হরিপুরী রাহ. এর দৌহিত্র মাওলানা হুজায়ফা বিন হেলাল।

প্রকাশনা অনুষ্ঠানে কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন, হাফিজ মাওলানা নোমান আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা কবির আহমদ, মাওলানা মাসউদ আজহার, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা আহমাদুল হক উমামা, সাংবাদিক আতিকুর রহমান নগরী, হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, সাংবাদিক শাহিদ হাতিমী, হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদী,  হাফিজ মাওলানা মাহবুবুল হক ।

জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম এর খতিব আল্লামা ওবায়দুল হক রাহ. এর সুযোগ্য সন্তান দরগাহ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী হুজুর বলেছেন, ”আমাদের কবরবাসী পূর্বসূরীদের নিয়ে কেউ গালমন্দ করলে ‘আলহামদুলিল্লাহ’ বলুন। কারা মৃতরা নেক আমলের সুযোগ পাচ্ছেন না। নিন্দাকারীদের নেক আমলের সুয়াব কবরবাসীদের আমলনামায় লেখা হবে।”

হুজুর উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. এর একটি হাদিসে মর্মাথ বলেছেন, ইসলামের প্রথম ও দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদ্বিয়াল্লাহু আনহুমার ইন্তেকালের পর বাতিল ফিরকা বিশোদগার করা শুরু করল। তখন এসব ঘটনা আয়েশা রা. কে জানানো হলে তিনি বললেন, এতে মন খারাপের কিছু নেই, আলহামদুলিল্লাহ বলো, তারা আজ কবরবাসী, আমলের দরজা বন্ধ। নিন্দুকের নেক আমল তাদের আমলনামায় লিখে দেয়া হবে। তারা কবরবাসী হয়েও সুয়াব হাসিল করছেন। প্রকাশনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, খতীবে মিল্লাত মাওলানা শায়খ আব্দু্ল্লাহ হরিপুরী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, বিশিষ্ট হাদিস বিশারদ, সিলেটের আলেম সমাজের অনন্য এক মুরব্বী। তিনি বিগত ১৯৯৮ ঈসায়ী সালে ইন্তেকাল করেছেন। এরপর চলে গেছে ২২ বছর।

তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা হরিপুরে জন্মগ্রহণকারী এক অবিসংবাদিত আলেমে দ্বীন। তাঁর বহুমাত্রিক জীবনোধ্যায়ে রয়েছে আমাদের জন্য পাথেয়ের নানা উপকরণ। গ্রন্থটি সিলেটের প্রসিদ্ধ কুতুবখানাসমূহে পাওয়া যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930