শিরোনামঃ-

» সিলেটে বাউবি’র এসএসসি ও বিবিএ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন ড. মাহবুবা নাসরীন

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন সিলেট আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন বাউবি পরিচালিত এসএসসি পরীক্ষা- ২০২২ ও বিবিএ পরিক্ষা ২০২১ (বাংলা মাধ্যম) এর অনুষ্ঠিত পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৯টায় বিবিএ (বাংলা মাধ্যম) এর পরীক্ষা কেন্দ্র মদন মোহন কলেজ পরিদর্শন করেন। সকাল ১০টায় এসএসসি প্রোগ্রামের পরীক্ষা কেন্দ্র সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও সকাল ১১ টায় প্রগতি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন সিলেট আঞ্চলিক কেন্দ্রে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় অধ্যাপক ড. মাহবুবা নাসরীন বলেন, “মানসম্মত শিক্ষা বিস্তারে বাউবি কর্তৃপক্ষ বদ্ধপরিকর। উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে বাউবি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আঞ্চলিক কেন্দ্রের সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন এবং অফিস পরিচালনায় দিক নির্দেশনা প্রদান করেন।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সিলেট আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক-কে ধন্যবাদ জানান। মত বিনিময় শেষে তিনি সিলেট আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন সুনামগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031