» সিলেট সদর উপজেলা বিএনপির প্রতিনিধি সভা

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২২ | শনিবার

বিদ্যুৎ উৎপাদনের নামে সরকার ভর্তুকি দিয়ে দেশের রিজার্ভ খেয়ে ফেলছে : খন্দকার আব্দুল মুক্তাদির

স্টাফ রিপোর্টারঃ

বেগম খালেদা জিয়ার চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ ভোট ডাকাত সরকার মানুষকে জনসেবা না দিয়ে তীলে তীলে মারছে। আওয়ামী লীগ এখন কুম্ভকর্ণ, তাদের নিদ্রা ভাঙানো দরকার সবার আগে।’

তিনি আরো বলেন, পৃথিবীর কোথাও এক লাফে এত জ্বালানির মূল্যবৃদ্ধির নজির নেই। কুইক রেন্টালে বিদ্যুৎ উৎপাদনের নামে সরকার ভর্তুকি দিয়ে দেশের রিজার্ভ খেয়ে ফেলেছে। দেশটাকে আওয়ামী লীগ দেউলিয়া করে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের সরকার নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সরকার। বাহিনীর আশ্রয়ে তারা টিকে আছে। দেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ। তাদের রাস্তায় নামতে দেবে না। রাস্তায় নামলে জনগণ তাদের লাঠিপেটা করবে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশ নায়ক তারেক রহমান এর নির্দেশে সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের ঘন্টা বাজিয়ে দিতে হবে।

তিনি শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় টুকেরবাজারস্থ শরীফ কমিউনিটি সেন্টারে সিলেট সদর উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রজমান আজিজের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য ইসতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ কে এম তারেক কালাম, সাবেক উপদেষ্টা শহীদ আহমদ চেয়ারম্যান, সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, আ.ফ.ম কামাল, শাহেদ আহমদ চমন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কহিনুর আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ এ্যাশ, সাধারণ সম্পাদক আহছান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইসলাম উদ্দিন, কছির উদ্দিন, বাদশা আহমদ, মকবুল আলী, আব্দুল মালেক মেম্বার, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, আল মামুন খান, সাইদ আহমদ সাইদ, ওয়ারিছ আলী, হাবিবুর রহমান হাবিব, আখতারউজ্জামান বছল, হাজী মানিক মিয়া, তৈয়বুর রহমান, যুবদলের আহবায়ক আবুল হাছনাত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, আইনুল হক, ১নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জৈনউদ্দীন মেম্বার, সাধারণ সম্পাদক শফিক আলী, ২নং হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আকবর আলী, ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি কছির উদ্দীন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সভাপতি গৌছউদ্দীন পাখি, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম আজাদ, ৫নং টুলটিকর ইউনিয়নের সভাপতি আব্দুরহিম, সাধারণ সম্পাদক জমির উদ্দীন, ৬নং টুকেরবাজার ইউনিয়নের সভাপতি এনামুল হোসেন, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন, ৭নং মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক আক্রাম আলী মাশুক প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম কিবরিয়া।

এই সংবাদটি পড়া হয়েছে ১২২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930