শিরোনামঃ-

» জাতীয় শোক দিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ সিলেট’র আলোচনা সভা

প্রকাশিত: ১৬. আগস্ট. ২০২২ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ সিলেট বিভাগ কর্তৃক এক আলোচনা সভা মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট কুতুব উদ্দিন।
জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় কমিটির সহ-সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, মহানগর কমিটির সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু, নারী কমিটির সভাপতি নারী নেত্রী সামছুন্নাহার মিনু, সাধারণ সম্পাদক  হাসনা হেনা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, জান্নাত আরা খান পান্না, ধ্রুব গৌতম, বাহারুল হুদা চৌধুরী, কয়েস আহমদ মাহদী, আবুল কাশেম হেলাল, এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, দিলীপ কর, মো. গোলজার খান, মাহমুদা নাজিম রুবী, সুপ্তা বৈদ্য, রওশন আরা, মো. মনসুর আলম, মিন্টু বৈদ্য, পবিত্র বৈদ্য, সেবিল আহমদ, কবির আহমদ প্রমুখ।
সভায় বক্তারা, মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বঙ্গবন্ধু সহ ৭৫ এর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সবশেষে ৭৫ এর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭২ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930